বার কাউন্সিলের গুরুত্বপূর্ণ তথ্য

 বিচারপতি আশফাকুল ইসলাম বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান

===================



আইনজীবীদের নিয়ন্ত্রক ও তদারক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামকে মনোনীত করা হয়েছে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আপিল চেয়ারম্যান হিসেবে তাঁকে মনোনয়ন দিয়েছেন।

 বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীর সই করা এক স্মারকে এই তথ্য জানানো হয়েছে।


এর আগে গত বছরের অক্টোবরে এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে আপিল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিনকে মনোনীত করা হয়। এরপর তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় গত ২৭ ফেব্রুয়ারি তিনি অবসরে যান।

No comments